সহড়াতলা ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শরিফুল ইসলাম লাটু উঠান বৈঠক।

 ব্যাপক জনসমাগম নিয়ে তেঁতুলবাড়ীয়া ৫ নং ওয়ার্ড সাবেক মেম্বার  শরিফুল ইসলাম (লাটু) উঠান বৈঠক।




এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করতে পূনরায় মেম্বার প্রার্থী শরিফুল ইসলাম লাটু  দুই দুই বারের সাবেক মেম্বার। 


গাংনী  উপজেলা ২ নং তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ও আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ পূনরায় মেম্বার প্রার্থী।মোঃ শরিফুল ইসলাম লাটু   ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের জনগণের ভালোবাসায় আবারও জনগণের  মনোনয়ন পেয়ে  জনগনকে ভালোবাসা, ছোটদের স্নেহের পরসে বুকে আগলে নেওয়া এবং সৎ সাহসী ব্যাক্তি হিসেবে পরিচিত মোঃ শফিকুল ইসলাম লাটু 


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে,সমৃদ্ধিতে পরিবর্তনের সেই ধারা ধরে রাখা। বলিষ্ঠ নেতৃত্বই হলো তার সফলতার মূল চাবিকাঠি। আর সেই সফল মানুষটি হলেন,২ নং তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন মাটি ও মানুষের জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রীর উন্নয়নের সহযোদ্ধা 

মোঃ শফিকুল ইসলাম লাটু 


২নং ইউনিয়ন পরিষদের সাবেক  মেম্বার শরিফুল ইসলাম লাটু   এলাকার মানুষের জন্য  রাজনীতি করে আসছে।তিনি রাজনৈতিক পরিবারের সন্তান  বর্তমানে  জননেতা হিসেবে এলাকার উন্নয়নে কার্যক্রমে ছিলেন সবসময়,গরিব,ধনী-বৃদ্ধ সবাই তাকে ভালোবাসে। জানা যায় বর্তমানে মরনব‍্যাধি করোনা ভাইরাসে মোকাবিলায় তার কর্মী সমর্থকদের সাথে সমান ভূমিকায় জনগনের সেবক হয়ে কাজ করেছেন এই সাবেক মেম্বার শরিফুল ইসলাম লাটু। 


মেম্বার থাকা অবস্থায়  সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সকল প্রকল্প বাস্তবায়ন, জেলা,উপজেলা প্রশাসনের নিদর্শনা কঠোর ভাবে দায়িত্ব পালন করেছিলেন।

অর্থাৎ ইউনিয়নে কোন কাজে বাধা গ্রস্থ করতে না পারে,সেজন্য সকলে সাথে পরামর্শ করে সকল কাজ করতেন তিনি ।


এছাড়া ও জনগনের  আস্থা আর ভালোবাসার প্রতীক হিসাবে সবাই দেখছে আবারও এই সাবেক মেম্বার  কে ।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারকে মেম্বার না থেকেও খাদ্য সামগ্রী ও পৌছেঁ দিয়েছেন এই মেম্বার।

সবাই দলমত নির্বিশেষে ভালোবেসে যাচ্ছেন তাকে। এমন অনন্য চলন, স্পষ্টবাদীতা, ভালোকে ভালো বলে পুরষ্কৃত করা,খারাপকে খারাপ বলে তিরষ্কার করার সৎ সাহস ধারণ করা, নিত্য গণমানুষের জন্য কল্যাণমুখী রাজনীতির চর্চা করা, নগদ সিদ্ধান্ত, নগদে সাফল্যে আজ তিনি রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচিত।


উক্ত অনুষ্ঠানে মুল্যবান বক্তব্য রাখেন জামিরুল ইসলাম( টিক্ক) উপস্থিত ছিলেন মেম্বার পদপ্রার্থী শরিফুল ইসলাম (লাটু) আরো

বক্তব্য রাখেন মোঃ ইন্তাজুল হক, মোঃ হাজী আঃ সামাদ মাস্টার।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

করমদী ৭ নং ওয়ার্ড বাসীর নিকট ২য় বার মেম্বার পদপ্রার্থীর দোয়া কামনা।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল আওয়াল বিশ্বাস। voice of meherpur